টার্গেট 90+ | SSC 2025 পদার্থ ও রসায়ন ধামাকা অনলাইন ব্যাচ | Delowar Sir

Опубликовано: 12 Август 2024
на канале: Unique Teaching Method
7,428
347

টার্গেট 90+ | SSC 2025 পদার্থ ও রসায়ন ধামাকা অনলাইন ব্যাচ | Delowar Sir

টার্গেট 90+ | SSC 2025 পদার্থ ও রসায়ন অনলাইন ব্যাচ | Delowar Sir

বিস্তারিত নিচে পড়ুন।

অনেকগুলো লিখা তাই ধৈর্য সহকারে পড়ুন।

আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে SSC পরীক্ষা দিবেন তাদের জন্য এই অনলাইন ব্যাচ।

নিচের ডেমো ক্লাসটি আগে দেখে নিবেন। তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে আমি কোর্সে কিভাবে পড়ায়।

ক্লাস লিংক রসায়নের বেসিক ধারণা পর্ব ১
   • এই এক ক্লাসেই রসায়নে রাজত্ব করতে শিখব...  

প্রিয় ছাত্রছাত্রীরা,
আপনাদের জন্য আমার টার্গেট দুটি।

1. GPA 5 অর্জন করার জন্য যতটুকু হেল্প করার দরকার তার কোনো কমতি রাখবোনা ইনশাআল্লাহ।

2. বেশী বেশী ক্লাস আর পরীক্ষার ব্যবস্থা করে আপনাদের প্রস্তুতিকে উচ্চ মাত্রায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ।

দুটি কথাঃ-

বোর্ড পরীক্ষার দেড় মাস পূর্বে আমার সাজেশন দিবো। আপনারা অবগত আছেন যে, আমি যে সাজেশন প্রোভাইড করি তা সকল বোর্ড থেকে 100% কমন থাকে। এবারও থাকবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ যারা ব্যাচে ভর্তি হবে তারাই কেবল সাজেশন ও এর উত্তরগুলো পাবে।

কোর্স সম্পর্কিত তথ্যঃ-

1. ক্লাস শুরু আগষ্ট ২০২৪ এর ২০ তারিখ থেকে। তবে ২০ তারিখের পরও যে কোন সময় চাইলে ভর্তি হতে পারবেন।

2. ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে। সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে। যদি কোনো কারনে ক্লাস মিস হয় তাহলে পরে দেখে নিতে পারবেন।

3. কোর্সের মেয়াদ আগষ্ট থেকে বই শেষ না হওয়া পর্যন্ত।

4.আপনি তেমন কিছু পড়তে পারেননি বা আপনার পরীক্ষার জন্য কনফিডেন্স লেভেল খুবই কম আমি ঐ জায়গা থেকে চিন্তা করে ক্লাস নিবো ইনশাআল্লাহ।

5. 3টি ধাপে ক্লাস হবে।

প্রথম ধাপঃ অধ্যায়ের বেসিক ধারণা ও থিওরি।
২য় ধাপঃ সৃজনশীল ধরন সমাধান।
৩য় ধাপঃ mcq ধরন সমাধান।

6. ক্লাস টাইমঃ

রবি,মঙ্গল,বৃহস্পতি রাত ৯.১৫ থেকে ১০.৩০ তবে টার্গেট রাখবেন রাত ১১ টা পর্যন্ত কেননা আমি বেশী সময় ধরে ক্লাস নেয়ার চিন্তা করেছি। আর শুক্রবার রাত ৯ টায় পরীক্ষা। পুরো এক সপ্তাহ হতে যা কিছু পড়ানো হবে তার উপর ভিত্তি করে google form এর মাধ্যমে mcq পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ সপ্তাহে চারটা দিন আপনি দেলোয়ার স্যারের জন্য বরাদ্দ রাখবেন।

7. এই কোর্সে দুটি সাবজেক্ট পড়ানো হবে। পদার্থ ও রসায়ন। তবে হ্যাঁ জীববিজ্ঞানের ৬ টি অধ্যায়ের আমার পার্সোনাল ভিডিও বানানো আছে যেগুলো আমি আপনাদের ফ্রিতে দিয়ে দেব। যদি অন্য সাবজেক্ট নিয়ে সমস্যা থাকে তাহলে সেটি নিয়ে ব্যাচ আরম্ভ করবো ইনশাআল্লাহ।

ভর্তির নিয়মাবলীঃ

আগষ্ট মাসের ১৯ তারিখ রাত ১২টার মধ্যে ভর্তি হলে কোর্স ফি 1530 টাকা। যারা ১৯ তারিখের পরে ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি ২০৪০ টাকা।

কোর্স ফি 2,040 টাকা (এককালীন) অর্থাৎ বই শেষ করার আগ পর্যন্ত কোর্স ফি 2,040 টাকা। আবারও বলছি ২০৪০ টাকা সম্পূর্ণ বই শেষ করিয়ে দেয়ার কোর্স ফি। অর্থাৎ এই ২০৪০ টাকা ছাড়া আর অন্য কোনো পেমেন্ট থাকবেনা কোর্সের জন্য।
প্রথম ধাপঃ প্রথমে নিচের নাম্বারে 2040 টাকা সেন্ড মানি করবেন। আবারও বলছি সেন্ড মানি করবেন কেননা আমার বিকাশ বা নগদ সবগুলো পার্সোনাল। তবে অফারের সময়সীমার মধ্যে ভর্তি হলে ১৫৩০ টাকা পাঠাবেন।

01842526211 (বিকাশ/ নগদ)
01886883500 (বিকাশ/নগদ)

২য় ধাপঃ নিচে ফেসবুক গ্রুপের লিংক দিলাম।যেখানে আপনাদের ক্লাস হবে। টাকা পাঠানোর পর নিচের গ্রুপে রিকুয়েষ্ট পাঠাবেন।
গ্রুপ লিংক

https://www.facebook.com/share/g/qre6...


৩য় ধাপঃ আপনার নাম, ফেসবুক আইডির নাম,
যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি লিখে 01842526211 এই নাম্বারে একটি টেক্সট। মেসেজের মাধ্যমে পাঠাবেন।

উদাহরণস্বরূপ
Name: Delowar Hossain, Fb name: Md Delowar Hossain, bkash no 01842526211

১০ ঘন্টার মধ্যে আপনার রিকুয়েষ্ট গ্রহন করা না হলে আপনি 01842526211 এই নাম্বারে যোগাযোগ করবেন। ব্যাস শেষ।

মোবাইলঃ 01842526211

বিশেষ দ্রষ্টব্য
উপরের ডেমো ক্লাসটি আশা করি দেখেছেন সবাই। এভাবে আমার রসায়নের ৮টি অধ্যায়ের ভিডিও বানানো আছে।
আর পদার্থবিজ্ঞানের ৮টি অধ্যায়ের ভিডিও বানানো আছে।

অর্থাৎ রসায়নের আটটি অধ্যায় এবং পদার্থবিজ্ঞানের আটটি অধ্যায়ের ভিডিও বানানো আছে। 20 ই আগস্ট রাত দশটায় আপনাদের উক্ত ক্লাসের লিংক গুলো দিয়ে দেওয়া হবে। যেন আপনারা আপনাদের প্রিপারেশন খুব দ্রুত নিয়ে ফেলতে পারেন।


তারপরও যে আটটি অধ্যায় আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেগুলোর ক্ষেত্রে বোর্ড প্রশ্নগুলোর বিশ্লেষণ নিয়ে লাইভ ক্লাস হবে।

আর একটা ছোট্ট কথা,
ভর্তি হওয়ার পর ভর্তি ফি অফেরতযোগ্য।

#ssc #chemistry #physics


Смотрите видео টার্গেট 90+ | SSC 2025 পদার্থ ও রসায়ন ধামাকা অনলাইন ব্যাচ | Delowar Sir онлайн без регистрации, длительностью часов минут секунд в хорошем качестве. Это видео добавил пользователь Unique Teaching Method 12 Август 2024, не забудьте поделиться им ссылкой с друзьями и знакомыми, на нашем сайте его посмотрели 7,428 раз и оно понравилось 347 людям.