Class 9 New Curriculum 2024 | Science Chapter 1 | ক্লাস ৯ নুতন কাররিকুলাম | বিজ্ঞান অধ্যায় ১

Опубликовано: 15 Январь 2024
на канале: ICT & Math Academy
2,814
50

For More Update Click Subscribe Button
✅Follow Our Facebook Page :   / shakhawatmdsifathossain  

Topics Note
*************
✅জড়তা কাকে বলে?
বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে।

✅জড়তার প্রকারভেদ
জড়তা দুই প্রকার। যথাঃ

ক) স্থিতি জড়তা
খ) গতি জড়তা।

✅স্থিতি জড়তা কাকে বলে?
যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় তাকে স্থিতি জড়তা বলে।

উদাহরণঃ থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে যায়। এটা স্থিতি জড়তার কারণে হয়।

✅গতি জড়তা কাকে বলে?
যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে।

উদাহরণঃ চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুকে পড়েন, গতি জড়তার কারণেই।

✅Q.1 কাথা বা কম্বলকে লাঠি দ্বারা আঘাত করলে ধুলোবালি পড়ে কেন?

এটা স্থিতি জড়তার কারণে হয়।জড়তা হল কোনো বস্তূ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা। স্থিতি জড়তা হল কোনো বস্তূর স্থির থাকার প্রবণতা।মোটা কম্বলে যখন লাঠি দ্বারা আঘাত করা হয় তখন কম্বলে থাকা ধুলোবালি স্থিতি জড়তার কারণে স্থির থাকে। কিন্তু কম্বলে লাঠি দ্বারা আঘাত করায় কম্বল সরে যায়।আর তখন স্থির ধুলোবালি মাটিতে পড়ে যায়।

✅Q.2 স্পিন বোলাররা এক জায়গায় দাঁড়িয়ে বল করেন কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন?

স্পিনার বোলারদের বোলার গতির প্রয়োজন হয় না জন্য এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করে।কিন্তু পেস বোলারদের বলের গতি প্রয়োজন হয় তাই তারা দূর থেকে দৌড়ে এসে বল করে।
বোলার যখন বল নিয়ে দৌড়ে আসে তখন কিছু গতি থাকে শুরুতেই এবং তার সাথে শেষ মুহূর্তে বল ছোড়ার সময় আরো কিছু গতির যোগ হয়,এর ফলে মোট বলের গতি অনেক বেশি হয়।
প্রাথমিকভাবে এবং খুব সরল ভাষায় বলতে গেলে এর কারণ হলো বলে গতি পাওয়া।

✅নিউটনের প্রথম সূত্র
প্রথম সূত্রানুযায়ী, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় বা সরল পথে গতিশীল থাকবে।

✅নিউটনের দ্বিতীয় সূত্র
"কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে।"









Class 9 New Curriculum 2024 | Science Chapter 1 | ক্লাস ৯ নুতন কাররিকুলাম | বিজ্ঞান অধ্যায় ১

Class 9 New Curriculum 2024,
Class 9 -10 subject science,
class 9-10 subject science chapter 1 part 3,
class nine new book 2024,
class nine new syllabus 2024,
SSC new curriculum,
ক্লাস নাইন,
ক্লাস নাইন নুতন কাররিকুলাম,
বিজ্ঞান অধ্যায় ১ ,
নবম শ্রেণী,
নবম শ্রেণী বিজ্ঞান অধ্যায় ১,
new syllabus,
class 9-10 new syllabus 2024,
বল চাপ ও শক্তি,
জড়তা,নিউটনের প্রথম সূত্র,স্থিতি জড়তা,গতি জড়তা,


Смотрите видео Class 9 New Curriculum 2024 | Science Chapter 1 | ক্লাস ৯ নুতন কাররিকুলাম | বিজ্ঞান অধ্যায় ১ онлайн без регистрации, длительностью часов минут секунд в хорошем качестве. Это видео добавил пользователь ICT & Math Academy 15 Январь 2024, не забудьте поделиться им ссылкой с друзьями и знакомыми, на нашем сайте его посмотрели 2,814 раз и оно понравилось 50 людям.