ক্লাস ৯ বিজ্ঞান অধ্যায় ৪ | Class 9 New Curriculum 2024 | Science Chapter 4 | ক্লাস ৯ নুতন কাররিকুলাম

Published: 07 January 2024
on channel: ICT & Math Academy
9,011
199

For More Update Click Subscribe Button
✅Follow Our Facebook Page :   / shakhawatmdsifathossain  

Topics Note
*************
✅কণার গতিতত্ত্ব কাকে বলে?
যে তত্ত্বের মাধ্যমে কণাসমূহ কিভাবে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় গতিশীল থাকে তা জানা যায় তাকে কণার গতিতত্ত্ব বলে।

✅ব্যাপন কী/কাকে বলে
একই তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

✅নিঃসরণ কাকে বলে
কোনো সরু ছিদ্রপথ দিয়ে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় কোনো গ্যাসের সজোরে বেরিয়ে আসার ঘটনাকে নিঃসরণ বলে।

✅পাতন কাকে বলে
কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে ঐ বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে।

✅ঊর্ধ্বপাতন কাকে বলে?
যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে।
নিশাদল (NH4Cl), ন্যাপথালিন (C10H8), কঠিন কার্বন ডাইঅক্সাইড (CO2), আয়োডিন (I2), কর্পূর (C10H16O), অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) এই পদার্থগুলোকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়।



****************************************************

✅জড়তা কাকে বলে?
বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে।

✅জড়তার প্রকারভেদ
জড়তা দুই প্রকার। যথাঃ

ক) স্থিতি জড়তা
খ) গতি জড়তা।

✅স্থিতি জড়তা কাকে বলে?
যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় তাকে স্থিতি জড়তা বলে।

উদাহরণঃ থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে যায়। এটা স্থিতি জড়তার কারণে হয়।

✅গতি জড়তা কাকে বলে?
যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে।

উদাহরণঃ চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুকে পড়েন, গতি জড়তার কারণেই।

✅Q.1 কাথা বা কম্বলকে লাঠি দ্বারা আঘাত করলে ধুলোবালি পড়ে কেন?

এটা স্থিতি জড়তার কারণে হয়।জড়তা হল কোনো বস্তূ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা। স্থিতি জড়তা হল কোনো বস্তূর স্থির থাকার প্রবণতা।মোটা কম্বলে যখন লাঠি দ্বারা আঘাত করা হয় তখন কম্বলে থাকা ধুলোবালি স্থিতি জড়তার কারণে স্থির থাকে। কিন্তু কম্বলে লাঠি দ্বারা আঘাত করায় কম্বল সরে যায়।আর তখন স্থির ধুলোবালি মাটিতে পড়ে যায়।

✅Q.2 স্পিন বোলাররা এক জায়গায় দাঁড়িয়ে বল করেন কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন?

স্পিনার বোলারদের বোলার গতির প্রয়োজন হয় না জন্য এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করে।কিন্তু পেস বোলারদের বলের গতি প্রয়োজন হয় তাই তারা দূর থেকে দৌড়ে এসে বল করে।
বোলার যখন বল নিয়ে দৌড়ে আসে তখন কিছু গতি থাকে শুরুতেই এবং তার সাথে শেষ মুহূর্তে বল ছোড়ার সময় আরো কিছু গতির যোগ হয়,এর ফলে মোট বলের গতি অনেক বেশি হয়।
প্রাথমিকভাবে এবং খুব সরল ভাষায় বলতে গেলে এর কারণ হলো বলে গতি পাওয়া।

✅নিউটনের প্রথম সূত্র
প্রথম সূত্রানুযায়ী, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় বা সরল পথে গতিশীল থাকবে।









ক্লাস ৯ বিজ্ঞান অধ্যায় ৪,
Class 9 New Curriculum 2024 | Science Chapter 1 | ক্লাস ৯ নুতন কাররিকুলাম | বিজ্ঞান অধ্যায় ১

ক্লাস ৯ বিজ্ঞান অধ্যায় ৪,
biggan oddhai 4,
biggan uddhai 4,
Class 9 New Curriculum 2024,
Class 9 -10 subject science,
class 9-10 subject science chapter 4,
class nine new book 2024,
class nine new syllabus 2024,
SSC new curriculum,
ক্লাস নাইন,
ক্লাস নাইন নুতন কাররিকুলাম,
বিজ্ঞান অধ্যায় ৪,
নবম শ্রেণী,
নবম শ্রেণী বিজ্ঞান অধ্যায় ৪,
পদার্থের অবস্থা,
new syllabus,
class 9-10 new syllabus 2024,
কণার গতিতত্ত্ব কাকে বলে,ঊর্ধ্বপাতন কাকে বলে,পাতন কাকে বলে,নিঃসরণ কাকে বলে,ব্যাপন কাকে বলে,


বল চাপ ও শক্তি,
জড়তা,নিউটনের প্রথম সূত্র,স্থিতি জড়তা,গতি জড়তা,


Watch video ক্লাস ৯ বিজ্ঞান অধ্যায় ৪ | Class 9 New Curriculum 2024 | Science Chapter 4 | ক্লাস ৯ নুতন কাররিকুলাম online without registration, duration hours minute second in high quality. This video was added by user ICT & Math Academy 07 January 2024, don't forget to share it with your friends and acquaintances, it has been viewed on our site 9,011 once and liked it 199 people.