সারা দুনিয়া ব্যাপি সব চেয়ে জনপ্রিয় ছবি সম্পাদনার সফট্ওয়্যার এডোবি ফটোশপ যার প্রথম ভার্সন ১৯৯০ সালে অর্থাত আজ থেকে প্রায় ৩৩ বছর আগে বাজারে আসে। সেই থেকেই ফটোশপ একটি তুমুল জনপ্রিয় ছবি এডিটিং সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতি নিয়ত ফটোশপে ছবি সম্পাদনার জন্য নতুন নতুন ফিচার এবং টুলস যুক্ত করা হচ্ছে, যা ছবি এডিটিং এর পুরো প্রক্রিয়ায় বদলে দিয়েছে।
আজকে আমরা কথা বলবো এই ফটোশপ-এর একেবারে নতুন একটি ফিচার নিয়ে যার নাম জেনেরেটিভ ফিল। যার বেটা ভার্সন রিলিজ হওয়ার পরে সারা দুনিয়াতে হইচই পড়ে গেছে। ছবি সম্পাদনা বা এডিটিং এর পুরো সিস্টেমকে নাড়িয়ে দেওয়া এই জেনারেটিভ ফিল নিয়েই আজকের এই ভিডিও। ফটোশপের ইতিহাসে সব চেয়ে আশ্চর্যজনক এই টুলস সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
ফেসবুক পেইজ লিংকঃ
/ learnwithkanak
#photoshop #generativefill #ai